রাজশাহী বিভাগে কোরবানির চাহিদার চেয়ে উদ্বৃত্ত রয়েছে প্রায় সাড়ে ২৪ লাখ পশু
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গবাদি পশু পালনে সারাদেশের মধ্যে এক ধাপ এগিয়ে রয়েছে রাজশাহী বিভাগ। কোরবানি ঈদের জন্য সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ছাগল রয়েছে এ বিভাগে। এছাড়া চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে উদ্বৃত্ত রয়েছে কোরবানির গরু ও মহিষ। এ সপ্তাহের শেষেই বেচাকেনায় জমে উঠবে রাজশাহীর পশুর হাটগুলো।
কিছু দিন পরেই উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। টানা দুই বছর করোনা মহামারি কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে চান রাজশাহী অঞ্চলের খামারিরা। তাই ঈদুল আযহাকে সামনে রেখে এবার পর্যাপ্ত পশু লালন-পালন করেছেন এখানকার খামারিরা।
রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, এ বিভাগের আট জেলায় এক লাখ ৩০ হাজার ২৬৫ জন খামারি রয়েছেন। বর্তমানে এসব জেলার খামারিদের কাছে কোরবানির জন্য ২৮ লাখ ২২ হাজার ৬৩৯টি ছাগল রয়েছে। ভেড়া রয়েছে ৪ লাখ ৮৫ রয়েছে ১১ লাখ ৩৯ হাজার ৬১৯টি। মহিষ রয়েছে ২১ হাজার ৫২১টি। এ বছর রাজশাহী বিভাগের সম্ভাব্য পশুর চাহিদা ২০ লাখ ১০ হাজার ৫৬৮টি। আর উদ্বৃত্ত রয়েছে প্রায় ২৪ লাখ ৫৯ হাজার ২০৬টি পশু। যা রাজশাহী বিভাগের চাহিদা মিটিয়ে সারাদেশের অন্যান্য জেলায় সরবারহ করা হবে।
আর রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, রাজশাহী জেলার নয় উপজেলায় ১৬ হাজার ৭৯ জন খামারি রয়েছেন। এ জেলায় কোরবানির জন্য মোট পশু প্রস্তুত হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৮৫২টি। জেলায় এবার সম্ভাব্য চাহিদা ৩ লাখ ৮২ হাজার ১১৮টি। অর্থাৎ প্রায় ১০ হাজার পশু বেশি রয়েছে। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৩৭২টি গরু, ২ লাখ ৩৩ হাজার ২৩৫টি ছাগল, ৩৮ হাজার ২৪৫টি ভেড়া রয়েছে। এছাড়া মহিষ রয়েছে ৩ হাজার ২১১টি। যা চাহিদার তুলনায় বেশি। ছোট ও মাঝারি খামারির মালিকরা বলছে, বাজারে গো-খাদ্যের দাম চড়রা হওয়ায় পশু পালনের ব্যয় বেড়েছে দ্বিগুণ।
রাজশাহী বিভাগে পর্যাপ্ত পশু রয়েছে যা এ বিভাগের চাহিদা মিটিয়ে সারাদেশে সরবারহ করা হবে। আর কোরবানিকে কেন্দ্র করে কিছু অসাধু খামারি দ্রুত গরু মোটাতাজা করতে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার না করতে পারে এজন্য প্রাণিসম্পদ দপ্তর থেকে মনিটরিং টিম কাজ করছে বলে জানালেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক। রাজশাহী বিভাগে বছরজুড়েই চলে ঈদুল আযহার চাহিদা মতো কোরবানির পশু সরবরাহের প্রস্তুতি। এবারও দেশের মধ্যে কোরবানির জন্য সবচেয়ে বেশি ছাগল রয়েছে এ বিভাগে।