রাজশাহী মহানগরীতে আরএমপি’র অভিযানে আটক ২৪
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২৪ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৪ জনকে আটক করে।
আজ রোববার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আরএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ শনিবার মধ্যরাত থেকে রোববার ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৪ জনকে আটক করে।
আটককৃত আসামীদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন কাশিয়াডাঙ্গা থানা-৩ জন ও দামকুড়া থানা পুলিশ-১ জনকে আটক করে। এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি ০৯ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য মামলায় আরও ৫ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৭.৪০ গ্রাম হেরোইন, ১৩ পিস ইয়াবা, ০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।