রাজশাহী মহানগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ভারতীয় সহকারী হাইকমিশন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার। ভারতে এবং সারা বিশ্বের ভারতীয় অফিস গুলোতে ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পাক্ষিক পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করেন।

আজ শনিবার বেলা ১১ টার দিকে মহানগরীর তালাইমারিতে অবস্থিত পদ্মা লাইব্রেরী থেকে তালাইমারি শহীদ পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নিজে অংশ গ্রহণ করেন। তিনি রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ঝাড়ুদিয়ে নিজ হাতে পরিষ্কার করেন এবং সেগুলো রাস্তা থেকে বস্তায় ঢুকিয়ে ডাস্টবিনে রেখে দেন।

এসময় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ও বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সারা বিশ্বের ভারতীয় অফিস গুলোর ভিতরে এবং বাইরে স্বচ্ছতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করছি। প্রতিদিন অফিসে নূন্যতম দুই ঘন্টা পরিষ্কার করছি। অফিসে এবং বাইরে এ কার্যক্রম পরিচালনা করছি।