রাজশাহী মহানগরীর মন্ডপে মন্ডপে সিঁদুর উৎসব

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহী মহানগরীর বিভিন্ন মন্ডপগুলোতে সিঁদুর উৎসবের মেতে উঠে সনাতন ধর্মালম্বীদের মানুষগুলো। দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে তাঁরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন।

শুভ বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে বিদায় জানানোর ও সিঁদুর উৎসবের মধ্য দিয়ে আজ সোমবার শেষ হলো বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।সিঁদুর উৎসবের পর মন খারাপের কথা জানালেন ভক্তরা ।

এদিকে পুরোহিত জানান, সারা পৃথিবীর মানুষ যাতে ভালো থাকে সুন্দর থাকে এবং করোনা মহামারি থেকে পরিত্রান পায় এই প্রত্যাশা মায়ের কাছে ।

দুপুরের পর থেকে রাজশাহী মহানগরীর পদ্মা মঞ্চ’র পাশে পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে। এবার রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৪শ’ ০২টি পূজামন্ডপ। এর মধ্যে জেলায় ৩৩৩টি ও মহানগরীর ৬৯টি মন্ডপে।