রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের অবসর ও মরনোত্তর কর্মচারীদের চেক প্রদান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের অবসর ও মরনোত্তর কর্মচারীদের চেক প্রদান করা হয়েছে।

আজ রোববার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের আয়োজনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের এবং মৃত্যুবরণ করা কর্মচারীদের পরিবারকে মরনোত্তর চেক প্রদান করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ (মামুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (হেলাল)।

এসময় কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম বাবু, স্টেশন মাষ্টার সহ একাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মরনোত্তর চেক প্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।