রাবিতে খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে আন্তঃবিভাগের সেমিফাইনাল খেলায় স্লেজিং করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বিভাগের একজন শিক্ষকসহ অন্তত ২০জন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে তিনজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়ে হলে ফিরো যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে আন্তঃবিভাগ সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় ম্যানেজমেন্ট ও গণিত বিভাগ। খেলার শেষ পর্যায়ে এসে দর্শক সারিতে শুরু হয় স্লেজিং। দুই বিভাগের শিক্ষার্থীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ। পরবর্তীতে প্রক্টর ও বিভাগের শিক্ষকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।