রাবি’র ভর্তি পরীক্ষার প্রকি্রা দিতে এসে গ্রেফতার বিসিএস ক্যাডার
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (৩১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক জানান, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে ৬ জন তাদের নাম-পরিচয় প্রকাশ করলেও একজন প্রকাশ করেননি। তাবে আজ পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার নাম-পরিচয়। তিনি হলেন, ৩৮তম বিসিএস নন ক্যাডার শেখ আবু হানিফ। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্বীকার করলেও অনুসন্ধানে এসব তথ্য ওঠে এসেছে।
বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা যায়, গতকাল ‘এ’ ইউনিটের চতুর্থ শিফটে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১৩৯ নম্বর কক্ষে রূপম সরকারের (রোল-৭৪২৬২) হয়ে প্রক্সি দেন ওই বিসিএস কর্মকর্তা। সট: বিজয় কুমার বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।