রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১, তদন্ত কমিটি গঠন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা এবং তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয় রেললাইনে শিক্ষার্থীরা আগুন দিয়ে অবস্থান করছে। এর ফলে সাময়ীকভাবে রাজশাহীর সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মহানগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদি হয়ে বিকেলে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫ শতাধিক জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, থানায় আমরা মামলা নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় পুলিশ বিনোদপুর বাস স্ট্যান্ড এর চেইন মাস্টার মোঃ তসলিম আলী পিটারকে গ্রেফতার করেছে।
এদিকে এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান। আগামীকাল অফিস সময়ে কমিটিকে নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করা হবে।