শিক্ষা নগরী রাজশাহীতে শ্রী শ্রী সরস্বতি পূজা যথাযোগ্য মর্যদা ও ধমীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

শিক্ষা দেবী শ্রী শ্রী সরস্বতি পূজা শিক্ষা নগরী রাজশাহীতে আজ যথাযোগ্য মর্যদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহানগরির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্ডপ ও বাসগৃহে সরস্বতি পূজা অনুষ্টিত হয়েছে।

রাজশাহী কলেজ মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে শ্রদ্ধাঞ্জলি প্রদাণ, পূজা অর্চনা করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

রাজশাহী মহানগরীর মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা বিদ্যার দেবীর পূজা করছেন।