শেখ হাসিনা বিজ্ঞানকে নিয়েই দেশকে এগিয়ে নিতে চায়..রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞানকে নিয়েই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, শেখ হাসিনার ভিশন-২১ নিছক কোন গল্প না। সেই পর্যায়ে দেশ চলে গেছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আজ মঙ্গলবার সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নির্মিত বঙ্গবন্ধু নভোথিয়েটার পরিদর্শন শেষে এসব কথা বলেন। দুই দশমিক তিনশূণ্য একর জায়গাজুড়ে মহানগরীতে নির্মিত হয়েছে এ নভোথিয়েটার। মন্ত্রী আরো বলেন, রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়। যার জন্য রাজশাহীতে এই নভোথিয়েটার অত্যন্ত প্রয়োজন। সেই কারণে রাজশাহীতে জায়গাটি নির্ধারণ করেছি। এর পেছনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিজেও ব্যক্তিগত ভাবে চেষ্টা করেছেন।

পরিদর্শনের সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের কর্মকর্তাবৃন্দ ও নভোথিয়েটারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।