৮ দফা দাবীতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাপ্রদানসহ ৮ দফা দাবীতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা ও মহানগর শাখার আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ও মহানগরের স্কুল-কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।

মানববন্ধনে শিক্ষকরা তাদের কম বেতনে মানবেতর জীবনের বর্ণনা করেন। স্কুল কলেজের গর্ভনিং বডি ও পরিচালনা পর্ষদে শিক্ষিত মানুষের অভাবে নানা ধরণের সমস্যার কথা তুলে ধরেন ।

দেশকে এগিয়ে নিতে শিক্ষাকে এগিয়ে নিতে হবে আর এর প্রধান উপায় শিক্ষা খাতকে জাতীয়করণ করা। একই সাথে শিক্ষকরা তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির দাবি পূরণে তারা সরকারকে অনুরোধ জানায়। মানববন্ধ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি সাবিনা পারভিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ অন্যন্য শিক্ষকরা ।