আগামিকাল রাজশাহী জেলা পরিষদ নির্বাচন; কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে আগামিকাল ইভিএম মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। আজ রোববার বিকালে জেলা নির্বাচন কার্য়ালয় থেকে ৯টি উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিনসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা মো: আবুল হোসেন জানান, এবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে ০৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। আর সংরক্ষিত সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এ ৯টি উপজেলার ৯ টি ভোট কেন্দ্রের ১৮টি বুথে এ ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা রয়েছে ১ হাজার ১৮৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯০৫ জন আর মহিলা ভোটার রয়েছে ২৮০ জন।

নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় এজন্য আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবি’র সদস্যরা কাজ করবেন। এছাড়াও নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৫টি টিম দায়িত্ব পালন করবেন।