আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: রাজশাহীতে দেবীর চরণে ভক্তের শ্রদ্ধা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা রাজশাহী মহানগরীতে পালিত হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে পূজা মন্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি কিছুটা কম রয়েছে।
রাজশাহীর মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি প্রদান করা হচ্ছে। আজ মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা। আছে সন্ধিপূজাও। কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মহানগরীর বিভিন্ন মন্ডপে অষ্টমী পূজা উপলক্ষে সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রামায়ণ পালা, আরতি অনুষ্ঠান করোনার কারণে সীমিত পরিসরে করছেন পূজা উপযাপন পরিষদ। এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে ৪শ’ ০২টি পূজামন্ডপ।
কুমারী পূজা বিষয়ে পুরোহিত দেবোব্রুত চক্রবর্তি জানান…

১৯০১ সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মাঠে ৯ কুমারীকে পূজা করেন। তখন থেকে প্রতিবছর দুর্গোৎসবের অষ্টমী তিথিতে মহা ধুমধামে কুমারী পূজার প্রথা চলে আসছে।