ঈদ শেষে রাজশাহী থেকে ঢাকায় ফিরতে কর্মজীবি মানুষের ভীড়

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

ঈদু-উল-আযহা উদযাপন শেষে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফিরতে শুরু করছে কর্মজীবি মানুষ।

আজ শুক্রবার ঢাকার উদ্যেশ্যে সকাল ৭টা ৪০মিনিটে আন্ত:নগর সিল্কসিটি একপ্রেস ও বিকাল ৪টায় আন্ত:নগর পদ্মা একপ্রেস ট্রেনটি সময়মতো ছেড়ে গেছে আর রাত্রী ১১ টা ২০মিনিটে সর্বশেষ ছেড়ে যাবে আন্ত:নগর ধূমকেতু একপ্রেস ট্রেন। এছাড়াও ঢাকাগামি আন্ত:নগর বনলতা একপ্রেস ট্রেনটি আজ সাপ্তাহিক বন্ধ ছিল।

তাছাড়া আজ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৯টি ট্রেন রাজশাহী স্টেশন থেকে সারাদেশের বিভিন্ন স্থানে সময়মতো ছেড়ে গেছে। এর মধ্যে ৬টি আন্ত:নগর একপ্রেস ট্রেন এবং ৩টি লোকাল ট্রেন রয়েছে। তবে প্রতিটি ট্রেনেই পর্যাপ্ত চাপ রয়েছে। প্রতিটি বগিতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। কর্মজীবি যাত্রীদের প্রচন্ড ভীড় থাকলেও ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে।

এদিকে, রাজশাহীর ঢাকাস্থ বাস টার্মিনালে যাত্রীদের অনেক চাপ রয়েছে। প্রতিটি বাস কাউন্টারে অগ্রীম টিকিট বিক্রয় শেষ হয়েছে। তবে অনেক যাত্রীরা কাউন্টারে এসে টিকিট না পেয়ে অনেক ভোগান্তিতে পড়েছেন।