গত ২৪ ঘন্টায় ৬০ জন সহ গাজায় ইসরাইলি হমলায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ৪৩৯

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি আগ্রাসনে গাজায় ৬০ জন নিহত এবং ২২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারা আরও জানায়, গাজায় ইসরাইলি হমলায় আরও ১০ জন নিহত হয়েছেন। গাজার ভেতর একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। সর্বশেষ এ হামলায় ক্যাম্পের ৬ জন নারী ও শিশু নিহত হয়। এ ছাড়া পৃথক হামলায় আরও চারজন সহ মোট ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরাইল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু।

এ ছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৮২ হাজার ৬২৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।