ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে রাজশাহীতে দমকা বাতাস ও বৃষ্টি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে রাজশাহীতে দমকা বাতাস ও বৃষ্টি ভোর থেকে শুরু হয়েছে। আজ সোমবার খুব সকাল থেকেই হালকা বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করেছে। এর ফলে মহানগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ থাকছে না।

এছাড়াও ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা। বৃষ্টির মধ্যেই কাজে বের হয়েছেন বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে আজ ভোর থেকে সারাদিন রাজশাহীতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বেলা ১১টা পর্যন্ত রাজশাহীতে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান আরও বাড়তে পারে। আর বাতাসের গতিবেগ ঘন্টায় ছিল ৮ থেকে ১২ নটিকাল মাইল। তবে ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ১৭ নটিকাল মাইল। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘রিমাল’ শুরু হওয়ার পর থেকে রাজশাহীতে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।