চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সামগ্রী

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

চাঁপাইবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুারু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ইভিএমসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের কেন্দ্রগুলোর জন্য নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হয় জেলা স্টেডিয়ামে। এছাড়াও নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের কেন্দ্রগুলোর জন্য নিজ নিজ উপজেলা সদর থেকে নির্বাচন সামগ্রী হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে পৌছে যাচ্ছেন পর্যায়ক্রমে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশন আলী জানান, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়াও কোনো ভোটিং মেশিনে সমস্যা দেখা দিলে তা তাৎক্ষনিক পরিবর্তনের ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে।

চাঁপইনবাবগঞ্জ-২ আসনে ১৮০ কেন্দ্রের মধ্যে ১২২ টি গুরুত্বপূর্ণ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ কেন্দ্রের মধ্যে ৯৭ টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।