চারঘাটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও পদ্মা বড়াল থিয়েটার আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠনে যোগ দেয়।

সভায় উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা, পৌর মেয়র একরামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার ,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আতিকুল হক রতন, ডেপুটি জেনারেল ম্যানেজার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ শ্রী রঞ্জন কুমার সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহমেদসহ পদ্মা বড়াল থিয়েটার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আব্দুল করিম এবং সরকারী কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী আনসার ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মেলা অনুষ্ঠিত হবে।