জলবায়ু পরিবর্তনের ফলে রাজশাহীর চরাঞ্চলের প্রসূতি নারীদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে

শেয়ার করুন

দেখুন রাজশাহীর চরাঞ্চল ঘুরে এসে তানজিলা আক্তারের বিশেষ প্রতিবেদন….

রাজশাহীর চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে গত কয়েক বছর যাবৎ নারীদের স্বাস্থ্যের ওপর পরিবেশগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহীর পদ্মার চরাঞ্চলের প্রসূতি নারীদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়েছে। যার ফলে প্রজননের সময় এই চরাঞ্চলের নারীর বেশিরভাগই স্বাস্থ্যহীনতাই ভুগছে এবং নারীর মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। রাজশাহীর পদ্মার চর অঞ্চলের মানুষের জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি নারীদের প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে সুস্থ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।