জাতীয় বেতন স্কেল সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সরকারের অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং স্বতন্ত্র সুপারগ্রেড প্রবর্তনের দাবিতে রাজশাহীতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতি’র আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ডঃ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডঃ মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে সরকারের পেনশন সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনটি বৈষম্য মুলক। অনতি বিলম্বে এই বৈষম্য দূর করার দাবি জানান তারা। দাবি মানা না হলে আগামী ২৮ মে দুই ঘন্টা কর্মবিরতি, চার জুন অর্ধ দিবস কর্মবিরতি এবং তারপরও যদি দাবি না মানা হয় তাহলে ১ জুলাই থেকে লাগাতার কর্ম বিরতির কর্মসূচি ঘোষণা করবেন তারা।

এছাড়া মানববন্ধনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।