ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী বিভাগের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে আসতে থাকে। পরে তারা নিজ নিজ পরীক্ষা হলের সামনে আপেক্ষা করেন। ঢাকার সাথে একই সময় বেলা ১১টায় শুরু হয়ে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে স্বাস্থ্য বিধিমেনে ১৪ হাজার ৩’শ ৪৬ জন পরীক্ষার্থী এতে অংশ নিবেন।

আর আগামী শনিবার হবে “খ” ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর চ’ ও ২২ অক্টোবর গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।