তীব্র তাপদাহের ঘরে আজও রাজশাহীর তাপমাত্রা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

আজও তীব্র তাপদাহের মধ্যে রাজশাহীর তাপমাত্রা। টানা ১৭ এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.০ ডিগ্রী সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৮ ডিগ্রী সেলসিয়াস। আজ বাতাসের আদ্রতা ছিল ১৭ শতাংশ। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

গতকাল (বুধবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.০ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৬ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (মঙ্গলবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩.০ ডিগ্রী সেলসিয়াস। যা গত ১৯ বছরের মধ্যে সর্বচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এর আগে ২০০৫ সালের ২ জুন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.৮ ডিগ্রী সেলসিয়াস।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫.১ ডিগ্রী সেলসিয়াস, যা ছিলো গত ৫০ বছরের মধ্যে সর্বচ্চ তাপমাত্রার রেকর্ড।