দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে রাজশাহীতে বিক্ষোভ অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠনের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে নর্থ বেঙ্গল ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইসতিয়াক আহাম্মেদের সভাপতিত্বে ও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী জান্নাতুন সাবিরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই সংগঠনের সংগঠক ও রুয়েট শিক্ষার্থী জারিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মাদ হোসেন মিলন, রাজশাহী কলেজ রাজশাহীর শিক্ষার্থী জিনাত আরা এবং নিউ গভঃ ডিগ্রী কলেজের শিক্ষার্থী নাদিম সিনাসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, লকডাউনের মধ্যে দেশের সবকিছু স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক ভাবে চললেও করোনার অজুহাতে কেবলমাত্র দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়তে চলেছে এবং জাতি মেধাশুন্য হওয়ার উপক্রম হয়েছে। তাই অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার প্রধানসহ সংশ্লিষ্ট্য মন্ত্রানালয়ের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।