দ্বিতীয় দিন প্রচারনায় জমে উঠেছে রাজশাহীর ৬টি সংসদীয় আসন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

দ্বিতীয় দিনে রাজশাহী ছয়টি সংসদীয় আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এসময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আজ সকালে রাজশাহী-১ আসনের গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি। এ সময় তিনি ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে মন জয় করার চেষ্টা করেন। এদিকে, রাজশাহী-৫ আসনের পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান। এসময় তিনি বলেন জনগণের পক্ষ থেকে ব্যাপক সারা পাচ্ছি। তবে এখানে নৌকার প্রার্থী বিভিন্ন ভাবে আমার কর্মী-সমর্থকদের ভয়-ভীতি দেখাচ্ছে। এজন্য রিটার্নিং কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি। এছাড়াও রাজশাহীর অনন্য আসনগুলোতে প্রার্থী কর্মী-সমর্থকদের প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।