প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রাজশাহী জেলা প্রশাসক

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

 

প্রধানমন্ত্রীর পক্ষে রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মহানগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর পক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন। সরকার আপনাদের পাশে আছে। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ ধরণের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আপনারা মনে রাখবেন সরকার ক্ষতিগ্রস্তদের বিষয়ে অবগত আছেন।

এছাড়া ত্রাণ বিতরণ অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রান বিতরণ অনুষ্ঠানে আজ ৩০০ টি অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে প্রতিজনকে ১৫ কেজি চাল বিতরণ করা হয়।