প্রধানমন্ত্রী রাজশাহীর তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর তিনটি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ৩য় পযায়ে (২য় ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন। রাজশাহীর তিনটি উপজেলা হলো চারঘাট, বাঘা ও মোহনপুর।

ভিডিও কনফারেন্সে রাজশাহীর চারঘাট উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে ৩য় পর্যায়ে ২য় ধাপে রাজশাহী জেলার ১৭৫টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার। ঘরপ্রাপ্ত উপজেলা গুলি হলো, পবা উপজেলায় ১০টি, মোহনপুর উপজেলায় ১০টি, তানোর উপজেলায় ১৭টি, গোদাগাড়ী উপজেলায় ১৮টি, পঠিয়া উপজেলায় ১৭টি, দূর্গাপুর উপজেলায় ২৫টি, চারঘাট উপজেলায় ৩৩টি, বাঘা উপজেলায় ৩০টি ও বাগমারা উপজেলায় ১৫টি। উল্লেখ্য, রাজশাহী জেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪ হাজার ৩২১টি।

১ম পর্যায়ে প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে ৬৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেয়া হয় ঘরের চাবি। একইভাবে ২য় পর্যায়ে পুনর্বাসিত করা হয় ৮৫৪টি পরিবার। ৩য় পর্যায়ে ১৩২৪টি ঘরের মধ্যে ১ম ধাপে ১৪৯টি ঘর প্রদান করা হয়। আর আজ ১৭৫টি ঘরের চাবি প্রদান করা হয়।