প্রায় আড়াই মাস পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গে মৃত্যু ১

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় আড়াই মাস পর করোনার উপসর্গে নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় আড়াই মাস পর হাসপাতালে করোনায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে একজন রোগীও ভর্তি হয়নি। বর্তমানে হাসপাতালে করোনায় উপসর্গ নিয়ে ০১ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ২৪ টি।

আর গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৭৩ টি করোনার নমুনা পরীক্ষা করে ১০ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১৩.৬৯ ভাগ। উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে করোনার উপসর্গ নিয়ে গত ০৪মে ২০২২ একজন মৃত্যু বরণ করেন।