মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে রাজশাহীতে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মামুদ চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক আবদুল ওয়াহাব ভূঞা, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী ১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ, র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান।

বক্তাগণ বলেন, দেশে বর্তমানে অসংখ্য তরুণ মাদকের ভয়াল থাবায় পথ হারিয়ে ফেলেছে। স্বাভাবিক জীবন থেকে ছিটকে অন্ধকারে পড়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের এ বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং কোনোভাবেই জীবনের কোনো পর্যায়ে মাদকের সঙ্গে যুক্ত না হওয়ার আহ্বান জানান। সেই সাথে মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে ।