মিয়ানমার সীমান্তে বিজিবি শক্তিশালী করা হয়েছে, আশা করা হচ্ছে অচিরেই গোলাগুলি থামবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

মিয়ানমার সীমান্তে বিজিবি শক্তিশালী করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছে, আশা করা হচ্ছে অচিরেই গোলাগুলি থামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

তিনি আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যে কেউ জড়িত থাকনা কেন তাকে আইনের আওতায় আনা হবে।

পরে মন্ত্রী পুলিশ লাইন্স স্কুলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে যোগ দেন। সমাবেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেনসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।