রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.০ ডিগ্রি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে  স্নেহা মির্জার প্রতিবেদনে

উত্তরের হিমেল হাওয়ায় রাজশাহীতে বাড়ছে শীতের তীব্রতা।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ রোববার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস।

এদিকে, হিমেল হাওয়া ও কুয়াশায় সড়কগুলোতে যানবাহনগুলো দূর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।