রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে মহানগরীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগরীর সিএন্ডমি’র মোড়ে মানববন্ধন শেষে মনিবাজারস্থ শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক-টিআইবি’র আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এসময় বিশেষ অতিথি হিসেবে, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক কামরুল আহসান, পুলিশ সুপার সাইফুর রহমান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেরা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা, সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজশাহীর সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদারসহ মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, দুর্নীতি শুধু আমাদের দেশের সমস্যা তা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা। এটা থেকে পরিত্রাণ পেতে হলে ছাত্র-ছাত্রী, পরিবার, সমাজ, প্রশাসন এবং সরকারকে সমন্বয় করে কাজ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ করার জন্য সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।