রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

 

রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে নগরীর তেরোখাদিয়ার মির্জা নার্সিং কলেজ থেকে একটি র‌্যালী বের হয়ে বিল-শিমলা হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস চত্ত্বর পদক্ষিণ করে আবার তেরোখাদিয়ার নার্সিং কলেজে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন মির্জা নার্সিং কলেজের ম্যানেজিং ডিরেক্টর মির্জা আবু মোঃ হাসিবুল ইসলাম, মির্জা নার্সিং কলেজের অধ্যক্ষ নারগিস বানু, উপাধ্যক্ষ সুলতানা রাজিবাসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন”।
আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর ১২ মে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে।