রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

“আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে মহানগরীর তেরোখাদিয়ার মির্জা নার্সিং কলেজ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মহানগরীর বিল-শিমলা হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস চত্ত্বর পদক্ষিণ করে তেরোখাদিয়ার নার্সিং কলেজে এসে শেষ হয়।

এসময় র‌্যালিতে মির্জা নার্সিং কলেজের চেয়ারম্যান আবু মো: হাসিবুল ইসলাম ফারুক, মির্জা নার্সিং কলেজের অধ্যক্ষ কারিমা খাতুনসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন নাসিং কলেজের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে রাজশাহীতে প্রতি বছর ১২ মে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে।