রাজশাহীতে আবাসিক হোটেলে হত্যার রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় ড্রীম হ্যাভেন আবাসিক হোটেলে নারীকে হত্যার ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সাইবার ক্রাইমের সহায়তায় অপরাধী ও তার অবস্থান চিহ্নিত করে প্রকৃত আসামী মিঠুন আলিকে (২৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নাটোর সদর উপজেলার আগদিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

তিনি স্থানীয় একটি ইটভাটার কর্মচারি। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

হত্যাকান্ডের শিকার নারীর নাম জয়নব বেগম (৪০)। তিনি নাটোর সদর থানার আটঘরিয়া গ্রামের তছির প্রামানিকের মেয়ে। তিনিও ইটভাটায় শ্রমিকের কাজ করতো। জয়নবের স্বামী পরিত্যক্ত বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমকে হোটেল কক্ষে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেন। এছাড়া তাকে বিয়ের চাপ ও হুমকি প্রদান করায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী হোটেলে উঠে তাকে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।