রাজশাহীতে আহলেহাদীস জামাআত এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে বাংলাদেশ আহলেহাদীস জামাআত ও বাংলাদেশ আহলেহাদীস ছাত্রসমাজ এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুলুল্লাহ (সাঃ)-এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের বিরুদ্ধে আহলেহাদীস জামাআত ও আহলেহাদীস ছাত্রসমাজ রাজশাহী সাংগঠনিক জেলার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ আহলেহাদীস জামাআত এর কেন্দ্রীয় আমীর শায়খ আব্দুস সামাদ সালাফী মাদানী, নায়েবে আমীর ড. মুহাম্মদ মোছলেহ উদ্দীন, সেক্রেটারী জেনারেল এ.এস.এম. আব্দুল লতিফ, রাজশাহী জেলার সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা সেক্রেটারী মাওলানা মতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে বক্তাগন ফ্রান্সের পন্য বর্জন, সে দেশের সাথে কুটনৈতিক সম্পর্ক শিথিলকরণ, সংশ্লিষ্ঠ্য রাষ্ট্রদুতের নিকট কৈফিয়ৎ তলব এবং এরকম ঘটনা বন্ধ ও তার পুনারাবৃত্তি না ঘটার শর্ত প্রদানসহ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মুসলিম উম্মার নিকট নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।