রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে এমআরসি’র মতবিনিময় সভা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহী মহানগরীতে গণমাধ্যমকর্মীদের সাথে ‘নিরাপদ অভিবাসন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মহানগরীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) বাংলাদেশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সিলর এসএম রিফাত শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কো-অর্ডিনেটর মাহবুবুল আলম, ডিইএমও এর রাজশাহীর সহকারী পরিচালক মো.আব্দুল হান্নান, রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম ইমদাদুল হকসহ অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, স্বাধীনতা অর্জনের পাঁচ বছর পর থেকেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিদেশে কর্মী পাঠাতে শুরু করে। কিন্তু অভিবাসন প্রক্রিয়া নিরাপদ না হওয়ায় নানা আইন-কানুন হলেও বিদেশে পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন মানুষ।
এছাড়াও আশাভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরে আসছেন অনেকে। অনিরাপদ উপায়ে অভিবাসনের কারণে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বিদেশে যাওয়া নারী শ্রমিকরা। তাই নিরাপদ অভিবাসন বিষয়ক নানা ধরনের তথ্য, অভিবাসীদের জন্য সহায়ক প্রশিক্ষণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজশাহীতেও জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশা ব্যক্ত করেন ।