রাজশাহীতে চিকিৎসক হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তিরদাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের  ভিডিও লিংকেঃ

রাজশাহীতে চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। প্রায় একঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করে চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. এবি সিদ্দীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী শাখার সভাপতি ডা. খলিলুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শেখ তবিবুর রহমান, রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য চিকিৎসকরা।

এসময় বক্তাগণ বলেন, রাজশাহীর চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানে চেম্বারে যেতে ভয় পাচ্ছেন। কারন এখন পর্যন্ত চিকিৎসক কাজেম আলীর হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়নি। দ্রুত তার হত্যাকারীদের গ্রেফতার করা না হলে রাজশাহীর সকল চিকিৎসকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।