রাজশাহীতে ডামী নির্বাচন বর্জনে বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর ও জেলা বিএনপি’র এ কর্মসূচি পালন করে। মহানগরীর আরডিএ থেকে শুরু করে জয়বাংলা চত্বর দোকানসহ আশেপাশের এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি আহ্বায়ক এ্যাডভোটেক এরশাদ আলী ঈশাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিএনপি নেতা মিনু বলেন, এ নির্বাচন জনগণ মানে না যে নির্বাচনে বিএনপি নাই জনগণ সে নির্বাচনে নাই। জনগণ যাতে ভোটকেন্দ্রে না যায় এজন্য আমরা ডামী নির্বাচন বর্জন করতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করছি। মহানগরীর বিভিন্ন পয়েন্ট লিফলেট বিতরণ চলছে। উল্লেখ্য, বর্তমান ডামী নির্বাচন বর্জন এবং ট্যাক্স, ভ্যাট, পানির বিল, বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করতে হবে। ব্যাংকে যে টাকা আছে তা তুলে নিতে জনগণকে অনুরোধ করেন। মহানগরীর ৩৭টি ও জেলার ২৩ পয়েন্টে বিএনপি’র নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।