রাজশাহীতে ডায়াবেটিক কল্যান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

“ডায়াবেটিসের ঝুঁকিসমূহ এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দুপুরে মহানগরীর আলুপট্টির ডায়াবেটিক কল্যান কেন্দ্রের উদ্যোগে এক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি মহানগরীর আলুপট্টির থেকে বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে পুনরায় আলুপট্টি গিয়ে শেষ হয়। এসময় পদযাত্রায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডায়াবেটিস কল্যাণ কেন্দ্রের পরিচালক ডা. এফএমএ জাহিদ, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমারসহ ডায়াবেটিক কল্যান কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ। পদযাত্রায় শেষে ডায়াবেটিক কল্যান কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়।