রাজশাহীতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের অস্বস্তি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মেনে খুলছে। রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি আগের নিয়মেই ক্লাস চললেও প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে।

প্রাইমারিতে সকালের শিফটে ক্লাস হচ্ছে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। তবে বন্ধ রয়েছে প্রাক-প্রাথমিক। আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রয়েছে। এছাড়াও শ্রেণিকক্ষের বাইরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে শ্রেণি কক্ষে ফ্যানের নিচে বসেও থাকতে পারছে না শিক্ষার্থীরা। এরফলে চরম অস্বস্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে স্কুল-কলেজ খোলার কথা ছিল গত ২১ এপ্রিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত।