রাজশাহীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে পুঠিয়া উপজেলার সূশীল সমাজের প্রতিনিধিদের সাথে আইন ও সালিশ কেন্দ্রের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর সুলতানাবাদে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের প্রকল্প অফিসে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের বিভিন্ন কর্মসূচী সর্ম্পকে আলোচনা করা হয়। সভায় বেসরকারী উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের জেলা ব্যবস্থাপক জনাব হাসিবুল হাসান পল্লব প্রতিষ্ঠান ও প্রকল্পের কাজ সর্ম্পকে আলোচনা করেন। এছাড়াও ইউ পি মেম্বার শাহাদাত হোসেন আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের এই উদ্দোগ্যের প্রশংসা করেন এবং যে কোন ঘটনায় দ্রুত সহযোগীতার প্রতিশ্রতি প্রদান করেন।

এছাড়া এনজিও কর্মী তাসলিমা আকতার বলেন, নারী ও শিশু নির্যাতন এখন প্রতিনিয়ত ঘটছে, আমরা এ প্রকল্পের মাধ্যমে তা প্রতিহত করবো। সভায় শিক্ষার্থী, এনজিও কর্মী, শিক্ষক, গনমাধ্যম র্কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন অংশগ্রহন করেন।

এসময় আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা জানান মূলত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী পালন করা অগ্নি প্রকল্পের কাজ। এ কাজে সূশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত হতে হবে সামাজিক দায়বদ্ধতা থেকে। অগ্নি প্রকল্প নিয়ে ব্রাক এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। এ প্রকল্পের কার্যক্রম রাজশাহী ও গাজীপুর জেলায় পরিচালিত হচ্ছে।