রাজশাহীতে প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষে, চলছে ভোটের ফলাফল প্রকাশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে, চলছে ভোটের ফলাফল প্রকাশ।

আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথম দফায় রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। এখন ভোট গ্রহণ শেষে, চলছে ভোটের ফলাফল প্রকাশ।

এবার প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭টি এবং মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ১৬০ জন।

এদিকে তানোর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি এবং মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ১৭৩ জন।

উল্লেখ্য, ২১ মে দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা এ তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।