রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনার বিশেষ দিকাদান কার্যক্রম শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীসহ জেলার ৭২টি ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনার বিশেষ দিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে মহানগর ও ইউনিয়ন পরিষদে টিকাদান প্রদান কার্যক্রম শুরু হয়। টিকাদান কেন্দ্রে টিকা গ্রহিতারা যতক্ষন পর্যন্ত থাকবে ততক্ষনই চলবে এ টিকা দেয়ার কার্যক্রম।

রাজশাহীর সিভিল সার্জন ডা: কাইয়ুম তালুকদার জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনার বিশেষ দিকাদান কার্যক্রম রাজশাহী মহানগরী ও জেলার ৭২টি ইউনিয়ন পরিষদে ১ লক্ষ ৬০ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্র নিধারন করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে একযোগে সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হয়। তবে টিকা গ্রহিতাদের সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে টিকা নিতে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পায়।

আর জেলার ৭২টি ইউনিয়ন পরিষদেও চলছে এ টিকা কার্যক্রম। ইউনিয়ন ও পৌরসভাগুলোর সকাল থেকে টিকা কেন্দ্রে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিত লক্ষ্য করা গেছে। রাজশাহীতে টিকা প্রদানে এ লক্ষ্যমাত্র পূরন না হওয়া পর্যন্ত টিকা কেন্দ্রে গুলোতে স্বাস্ত্যকর্মী ও টিকা প্রদানকারীরা উপস্থিত থাকবে। দ্বিতীয় ডোজ আগামি মাসের ২৮ অক্টোবর দেয়া হবে।