রাজশাহীতে বইছে তীব্র তাপদাহ, সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলছে। আর রমযান মাস হওয়ায় মানুষ রোযা রেখে আরও বেশি ভোগান্তি পোহাচ্ছে এই তীব্র তাপাদহে।

গত কয়েকদিনের তাপে তেঁতে উঠেছে মাঠ, ঘাট, প্রান্তর। বাহির বা ঘরে কোথাও স্বস্তি নেই। তীব্র তাপাদহে প্রধান প্রধান সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে। যত দিন গড়াচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সাঈদ মিয়া জানান, মার্চের শেষের দিক থেকে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বৃষ্টিপাতের পরিমান নগন্ন হওয়ায় এপ্রিল মাসে ০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিপাত না হওয়ায় তীব্র তাপাদহ অনুভূত হচ্ছে, যা আরও এক সপ্তাহ থাকতে পারে। আর বৃষ্টিপাত না হলে গত কয়েক বছরের তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এছাড়া চলতি সপ্তাহে কোথাও কোথাও দমকা বাতাসসহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।