রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইস্টার সানডে পালন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইস্টার সানডে পালিত হয়েছে। আজ সকালে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবার বাগানবাড়ি এলাকায় খ্রিস্টযাগ বা বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

চার্চের ফাদার ইনমান ওয়েল কানন রোজারিও এর পরিচালনায় প্রার্থনা অনুষ্ঠান পরিচালিত হয়। পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকাল থেকেই পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর বিজয়বার্তা উদযাপন করছেন তার অনুসারীরা। বিশেষ প্রার্থনায় বিশ্বের মঙ্গল কামনা করা হয়। তাদের প্রত্যাশা, ক্ষয় হবে মহামারির বিষ।

খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের মতে, দুই হাজার বছর আগের পুণ্য শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এ ঘটনার তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে জীবিত হয়ে ওঠেন তিনি। এছাড়া খ্রিস্টযাগের পরে আপন কৃষ্টিতে চলে ইস্টারের শুভেচ্ছা বিনিময়। ঘরে ঘরে আয়োজন করা হয় দই, চিড়া, মুড়ি-মুড়কির মতো হরেক রকম মুখরোচক আহার সামগ্রী। এতে অংশ নেন পাড়া প্রতিবেশী ও ঘরের সবাই।