রাজশাহীতে রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ ১০ জন জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

রাজশাহী মহানগরীতে বেগম রোকেয়া দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন, জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন ও শ্রেষ্ঠ জয়িতাবৃন্দসহ নিবন্ধনকৃত মহিলা স্বেচ্ছাসেবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়া হচ্ছে নারী জাগরণের পথিকৃত। সমাজের পিছিয়ে পরা নারীদের সমাজে প্রতিষ্ঠিত করতে শিক্ষা ছাড়া কোন উপায় নাই বুঝেছিলেন। তাই তিনি নারী শিক্ষার উপর সেসময় গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজ সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। আলোচনা সভা শেষে জেলা ও মহানগর পর্যায়ের ৫টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে প্রধান অতিথি ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন।