রাজশাহীতে র‌্যাব এর অভিযানে গাাঁজাসহ মাদক ব্যবসায়ী ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজী মামলার আসামী আটক

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে র‌্যাব এর অভিযানে ৬ কেজি গাাঁজাসহ মাদক ব্যবসায়ী ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজী মামলার আসামী আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজশাহীর মোহনপুর থানাধীন কেশরহাট বাকশোইল এলাকার মোঃ ময়েজ উদ্দিনের ছেলে মোঃ শরিফুল ইসলাম এবং র‌্যাব পরিরচয়ে চাঁদাবাজি মামলার আসামী হলেন রাজশাহীর বাঘা থানাধীন তেতুলিয়া এলাকার রমজান আলীর ছেলে রবিউল ইসলাম।

র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহীর মোহনপুর থানাধীন কেশরহাট বাকশোইল এলাকার একটি কোল্ড স্টোরেজ সংলগ্ন মহাসড়কের পূর্ব পাশে নির্মাণাধীন বিল্ডিং এর সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান পরিচালনা করলে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। এসময় তার সংগে থাকা বস্তা তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব পরিচয়ে চারঘাট থানায় চাঁদাবাজী মামলার এজাহারনামীয় আসামী রবিউল ইসলামকে রাজশাহীর বাঘা থানাধীন তেতুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।