ইসলামীক বক্তা আব্দুর রহমান শিশু নির্যাতনের অভিযোগে কারাগারে

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহীর পবা উপজেলার আল জামিয়া আল সালাফিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ দায়ের মামলায় ইসলামীক বক্তা আব্দুর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। আব্দুর রহমান আলোচিত ইসলামীক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে। তার নাতির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেছিলেন ওই মাদ্রাসার ১২ বছর বয়সী ছাত্র রামিম ইসলাম রিফাত। এ কারণে তাকেই পিটিয়ে আহত করেছিলেন। গত ১৬ মার্চ এ ঘটনা ঘটান তিনি। এর পর আহত ওই ছাত্রকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় রামিম এর বাবা বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে মহানগরীর শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী শাহাদত হোসেন জানান, এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও তার মেয়াদ শেষ হওয়ায় আজ রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন আব্দুর রহমান। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।