রাজশাহীর গণমাধ্যম কর্মীদের সাথে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

শেয়ার করুন

বিস্তারিতদেখুননিচেরভিডিওলিংকেসুজনহোসেনেরপ্রতিবেদনে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডা. মোহা: জাওয়াদুল হক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে রাজশাহীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ রবিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য প্রফেসর ডা. মোহা: জাওয়াদুল হক বলেন, আমি গত ১০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ উচ্চ পদগুলো ছিল শুন্য। ইতিমধ্যে রেজিস্ট্রার এবং পরিচালক পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিস, ভবন বা ক্যাম্পাস গড়ে ওঠেনি। সরকারের অনুমোদনক্রমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে তাদেরই ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। তবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণকল্পে ইতোমধ্যে ৬৭.৬৭৯২ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। গত ৮ই মে জেলা প্রশাসন অধিগ্রহণকৃত এই ভূমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে। জমি অধিগ্রহণ বাবদ মোট ব্যয় হয়েছে ৭৫৮.৮৩ কোটি টাকা। এ সময় তিনি আরো বলেন, আমার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণ, পোস্টগ্রাজুয়েশন কোর্স চালু এবং গবেষণা কার্যক্রম শুরু করা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষে কাজ করতে সাংবাদিক সমাজের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। এসময় বিশ্ববিদ্যালয় নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যাক্ত করেন। বর্তমানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, ডেন্টাল, নার্সিং, আইএইচটি, হামদর্দ, মিলিয়ে সর্বমোট ৭৬টি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোতে বর্তমানে কেবল আন্ডারগ্র্যাজুয়েট কোর্স চালু রয়েছে। মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা: মো. আব্দুস সালামসহ বিশ্ববিদ্যালয়ের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।