রাজশাহীর চারঘাটে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাটে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার ভায়ালক্ষীপুর বনকিশোর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভায়ালক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রত্যেক ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় ১৯৭৫ এর ১৫ই আগস্ট কালরাতে ঘাতকের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

ভায়ালক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, শোকের মাস, বঙ্গবন্ধুর স্মৃতিচারণ সভায় সকল জনগনকে ইতিহাস সম্পর্কে ও নেতাকর্মীদের সজাগ থাকতে আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ ফকরুল ইসলাম, উপজেলা আ”লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মেয়র একরামুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম।

এছাড়া ৯টি ওয়ার্ডে ইউনিয়ন আ”লীগে উদ্যোগে স্মৃতিচারণ,আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক ইয়াদ আলীসহ ৮নং ওয়ার্ডের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক আনছার আলী,৯নং ওর্য়াডের ভারপ্রাপ্ত সভাপতি পলান মন্ডল, সুলতান আলী, ৩নং ওয়ার্ডের সভাপতি জারার উদ্দিন, মকসেদ আলী, ৫নং ওর্য়াডের সভাপতি আবুল কাশেম এবং সাধারন সম্পাদক আবু ফয়সাল বিপুলসহ ইউনিয়নের প্রত্যেক সভাপতি ও সাধারন সম্পাদক ও স্থানীয় রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।